• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ডিসেম্বরকে স্বাগত জানিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২০
সুনামগঞ্জে ডিসেম্বরকে স্বাগত জানিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
লতিফুর রহমান রাজু সুনামগঞ্জ: মহান মুক্তিযুদ্ধের মাস,বিজয়ের মাস ,শীতের মাস ডিসেম্বর কে স্বাগত জানাতে সুনামগঞ্জ শহরের সবকটি সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আজ শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন সময়ে পৌর পিতার দায়িত্ব পালন করে গিয়েছেন এমন তিন জন জন নন্দিত নেতা প্রয়াত মনোয়ার বখত নেক, মমিনুল মউজদীন, ও আয়ুব বখত জগলুল কে উৎসর্য করেন। এই তিন জন পৌরসভার চেয়ারে থাকা কালীন নিজ নিজ সাধ্য মতো জনগণের জন্য কাজ করে গেছেন । অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে, যোগেশ্বর দাস দিলীপ মজুমদার , মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মালেক হোসেন পীর, পৌর কলেেজর অধ্যক্ষ শেরগুল আহমেদ   প্রভাষক শাহ আবু নাসের, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এডভোকেট সামসুল আবেদীন, প্রমুখ।  পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নৃত্য, আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক সামিনা চৌধুরী মনি।