বিবিএন নিউজ নিউজ: ইংল্যান্ডে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় (শুক্রবার) আক্রান্তে সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। আর গত ১ সপ্তাহে আক্রান্তের সংখ্যা কমেছে ২১%।
গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৫২১ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৪৯৮ জন, বুধবার ছিলো ৬৯৬ জন। মোট মৃতের সংখ্যা ৫৭ হাজার ৫৫১ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৭১ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬,০২২ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ১৭,৫৫৫ জন, বুধবার ছিলো ১৮,২১৩ জন, মঙ্গলবর ছিলো ১১,২২৯ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৮৯ হাজার ৩০১ জন। (বিবিস/ওয়ান বাংলা)
এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৪০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩৩৮ জন, ওয়েলসে ২১ জন, স্কটল্যান্ডে ৩৭ ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১২ মৃত্যুুর খবর প্রকাশ করা হয়েছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।