• ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

“আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার”গৃহহীন দের গৃৃহ নির্মাণ কাজ পরিদর্শনে এডিসি

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২০
“আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার”গৃহহীন দের গৃৃহ নির্মাণ কাজ পরিদর্শনে এডিসি
সুনামগঞ্জ প্রতিনিধি: আজ  ২৭নভেম্বর  দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর গ্রামের গৃহহীনদের গৃহনিমার্ণ কাজ পরিদর্শন করেন   অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ জসীম  উদ্দিন , । এসময় দিরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার  শফি উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। মুজিব বর্ষে  প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য এ গৃহ নির্মাণ হচ্ছে। উপজেলার রাজানগর গ্রামের এই অংশে একইসাথে ৭ টি পরিবারের জন্য ৭ গৃহ নির্মিত হচ্ছে। ৭ টি গৃহের নির্মাণ কাজের অগ্রগতি আনুমানিক ৭০ ভাগ। পরিদর্শণকালে গৃহ নির্মাণ কাজের গুনগত মান যাচাই করা হয় এবং উপকারভোগীদের সাথে বিস্তারিত কুশলাদি বিনিময় করা হয়। তারা  প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত আধাপাকা ঘর পেয়ে  যারপরনাই খুশি। উপস্থিত   ইউএনও ও পিআইও কে সর্বাধিক গুরুত্ব দিয়ে গুনগত মান বজায় রেখে নির্মাণ কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে অনুরোধ করা হয়। সেসাথে উপকারভোগীদের নিজেদের ঘরের কাজ  প্রতিনিয়ত খেয়াল রাখতে এবং সঠিক কাজ বুঝে নিতে পরামর্শ দেয়া হয়।