• ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পদোন্নতি ও বেতন বৈষম্য নিরসনের দাবীতে ছাতকে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২০
পদোন্নতি ও বেতন বৈষম্য নিরসনের দাবীতে ছাতকে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি

 

ছাতক প্রতিনিধি: ছাতকে হেলথ এ্যাসিষ্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ছাতক উপজেলা হেলথ এ্যাসিষ্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে পদোন্নতী ও বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্মবিরতী পালন করছে স্বাস্থ্যকর্মীরা।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা কর্মবিরতী শুরু করে। প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক স্বাস্থ্য পরিদর্শক ১১তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২তম ও স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবী জানায় কর্মবিরতী পালনকারীরা।

কর্মবিরতী পালন কালে উপজেলা দাবী বাস্তবায়ন পরিষদের আহবায়ক নৃপেন্দ্র কুমার এষ, সদস্য সচিব আমিরুল হক, সদস্য চমক আলী, পুলিন বিহারী দাস, স্বাস্থ্য সহকারী নাছির আলী, সফিকুর রহমান, সাইফুল আলম, ইউসূফ মিয়া, জয়দেব ভৌমিকসহ স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।