• ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) ৪৯৮ জনের মৃত্যু,আক্রান্ত ১৭,৫৫৫ জন

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২০
ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) ৪৯৮ জনের মৃত্যু,আক্রান্ত ১৭,৫৫৫ জন

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) আক্রান্তে সংখ্যা ও মৃত্যুর সংখ্যা কমেছে। আর গত ১ সপ্তাহে আক্রান্তের সংখ্যা কমেছে ২৩%।

গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৪৯৮ জন। যা গতকালকের চেয়ে প্রায় ২০০ জন কম। বুধবার ছিলো ৬৯৬ জন, মঙ্গলবার ছিলো ৬০৮ জন। মোট মৃতের সংখ্যা ৫৭ হাজার ৩১ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭,৫৫৫ জন। গতকাল বুধবার ছিলো ১৮,২১৩ জন, মঙ্গলবর ছিলো ১১,২২৯ জন, সোমবার ছিলো ১৫৪৫০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭৪ হাজার ৫৬২ জন। (সূত্র দ্যা সান ওয়ান বাংলা )
এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩৫১ জন, ওয়েলসে ২৮ জন, স্কটল্যান্ডে ৫১ ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ৮ মৃত্যুুর খবর প্রকাশ করা হয়েছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।