• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকের নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বন্দর গাও গ্রামের রাস্তা মেরামত

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২০
ছাতকের নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বন্দর গাও গ্রামের রাস্তা মেরামত

ছাতক প্রতিনিধি: ছাতকের নোয়ারাই ইউনিয়নের  বন্দর গাও গ্রামে জনগনের চলাচলের অনুপযোগী রাস্তা মেরামত করে দিয়েছে নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশন।ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের স্বাধীনতার পরবর্তী সময়ে প্রথম সামাজিক সংগঠন জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অত্র ইউনিয়নের ০২নং ওয়ার্ডের বন্দর গাও গ্রামের জনগণের চলাচলের একমাত্র রাস্তায় ভাঙ্গন সৃষ্টি হয়। ফলে এলাকার জনগণের সুবিধার কথা চিন্তা করে উক্ত ভাঙ্গনে ফাউন্ডেশনের অর্থায়নে নিম্নে পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে পাইপ বসিয়ে রাস্তায় মাটি ভরাট করে চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে।উক্ত কাজ পরিদর্শন করেন অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা  আব্দুল মোছাব্বির, ফাউন্ডেশনের সভাপতি আব্দুল ছত্তার, সমাজ কল্যাণ সম্পাদক মাহবুব আলম রাসেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফয়সাল আহমদ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক হাফিজুর রহমান লিটন, স্থানীয় মুরব্বি নিজাম উদ্দিন, ফাউন্ডেশনের সম্পাদক মোঃ বায়োজিদ আহমদ রাবেল প্রমুখ।এই কাজে সন্তুষ্ট হয়ে এলাকার জনগণ ফাউন্ডেশনের সফলতা কামনা করেন।