• ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

ছাতকে মাস্ক ব্যবহার না করায় ৭ জন কে ভ্রাম্যমান আদালতের জরিমানা

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২০
ছাতকে মাস্ক ব্যবহার না করায় ৭ জন কে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বিবি এন নিউজ ছাতক প্রতিনিধিঃ   ছাতকে মাস্ক ব্যবহার না করায় ৭ পথচারীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের ট্রাফিক পয়েন্টে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাস্ক ব্যবহার না করায় ৭ পথচারীর কাছ থেকে ১ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

প্রায় ঘন্টা ব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়সহ শ্রমিক শ্রেনীর অসচেতন মানুষদের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির জানিয়েছেন।