• ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারে লন্ডন প্রবাসী পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২০
দোয়ারাবাজারে লন্ডন প্রবাসী পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

“চেয়ারম্যান-মেম্বারের লোকজন সালামকে হত্যা করেছে:সংবাদ সম্মেলনে নৈশ প্রহরী আব্দুস সালামের শ্বাশুড়ির দাবি”

দোয়ারাবাজার প্রতিনিধি :: নিরাপত্তা চেয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিহত নৈশ প্রহরী কাম কৃষিশ্রমিক আব্দুস সালামের শ্বাশুড়ি সংবাদ সম্মেলন করেছেন। সোমবার বিকালে উপজেলার দোহালিয়া ইউনিয়নের গুরেশপুর গ্রামে লন্ডন প্রবাসী কামরান আব্দুল হাইয়ের বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিহতের শাশুড়ি কমলা বিবি বলেন, প্রতিপক্ষের ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার বোন পুত্র লন্ডন প্রবাসী কামরান আব্দুল হাই ও তার পরিবারের সাথে গ্রামের কবরস্থানের জমি ও বিভিন্ন প্রকল্পের দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু ও ইউপি সদস্য একই গ্রামের আলী হোসেনের। আমার জামাতা আব্দুস সালাম দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হওয়ার পরওই প্রতিপক্ষের লোকেরা হত্যা মামলাটি ভিন্ন দিকে প্রবাহিত করতে উঠে পড়ে লেগেছে। তিনি বলেন, আমরা প্রবাসী কামরানের বাড়িতে দীর্ঘদিন যাবৎ বসবাস করছি। পুরুষশূন্য বাড়িতে আমরা এখন প্রতিপক্ষের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করণে প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।
এসময় উপস্থিত ছিলেন তার আত্মীয় রইছুন বেগম, ইসমাঈল হোসেন প্রমুখ।