• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২২, ২০২০
সুনামগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত

লতিফুর রহমান রাজু সুনামগঞ্জ: শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদেরসভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় অংশগ্রহণ করেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাহেব আলী পাঠান, ডেপুটি সিভিল সার্জন ডা আশরাফুল হক, মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজাদ, আবু সুফিয়ান, নুরুল মোমেন, এডভোকেট রইছ উদ্দিন আহমদ, পিপি এডভোকেট শামসুননাহার শাহানা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেন, যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,সরকারি সতীশ চন্দ্র রায় উচ্চ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক হাফিজ মাশহুদ চৌধুরী, সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান, ইউএনও গণ সহ অন্যান্য সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।