• ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (শনিবার) ৩৪১ জনের মৃত্যু,আক্রান্ত ১৯,৮৭৫ জন

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২২, ২০২০
ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (শনিবার) ৩৪১ জনের মৃত্যু,আক্রান্ত ১৯,৮৭৫ জন

বিবিএন নিউজ নিউজ:ইংল্যান্ডে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় (শনিবার) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৩৪১ জন। গতকাল শুক্রবার ছিলো ৫১১ জন, বৃহস্পতিবার ছিলো ৫০১ জন, বুধবার ছিলো ৫২৯ জন, মঙ্গলবার ছিলো ৫৯৮ জন। মোট মৃতের সংখ্যা ৫৪ হাজার ৬২৬ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯,৮৭৫ জন। গতকাল শুক্রবার ছিলো ২০,২৫২ জন, বৃহস্পতিবার ছিলো ২২,৯১৫ জন, বুধবার ছিলো ১৯,৬০৯ জন, মঙ্গলবার ছিলো ২০,০৫২ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৯৩ হাজার ৩৮৩ জন। (সূত্র দ্যা সান)
এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৩৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩১৬ জন, ওয়েলসে ২৮ জন, স্কটল্যান্ডে ৩৭ জন ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১০ মৃত্যুুর খবর প্রকাশ করা হয়েছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।