• ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডের সকল নাগরিক এপ্রিলের মধ্যেই ভ্যাকসিন পাবেন

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২২, ২০২০
ইংল্যান্ডের সকল নাগরিক এপ্রিলের মধ্যেই ভ্যাকসিন পাবেন

বিবিএন নিউজ ডেস্ক: আগামী বছরের এপ্রিল মাসের মধ্যেই ইংল্যান্ডের সকল নাগরিকদের ভ্যাকসিন কার্যক্রমের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করছে এনএইচএস।

সম্প্রতি এ সংক্রান্ত কিছু নথি ফাঁস হয় যা হেলথ সার্ভিভ জার্নাল দেখছে। তার বরাত দিয়ে বৃটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, আগামী জানুয়ারির মধ্যেই দেশের সকল বয়স্ক জনগোষ্ঠীকে ভ্যাকসিন প্রদান করা হবে।

এই পরিকল্পনার বাস্তবায়ন এখন নির্ভর করছে ভ্যাকসিন আসার সময়ের ওপরে। আশা করা হচ্ছেন ডিসেম্বর মাসেই ৭০ লাখের বেশি ভ্যাকসিন হাতে পাবে এনএইচএস। ধারণা করা হচ্ছে, ভ্যাকসিনের যোগান নিশ্চিত হলে অন্তত ৭৫ শতাংশ জনগোষ্ঠী ভ্যাকসিন গ্রহণ করবে। তবে কেয়ার হোমগুলোতে ১০০ ভাগ ভ্যাকসিন গ্রহণ আশা করছে সরকার।

তবে ভ্যাকসিন আসতে দেরি হলে কি হবে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে বলে জানিয়েছে ইন্ডিপেনডেন্ট।

হেলথ সার্ভিস জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, সামান্য দেরিতে ভ্যাকসিন পেলেও পরিকল্পনায় কোনো পরিবর্তন আসছে না। জানুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যেই সব ভ্যাকসিন প্রদান করা হবে এমন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।