• ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই রজব, ১৪৪৬ হিজরি

কোয়ারেন্টিনে মির্জা ফখরুল

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২০
কোয়ারেন্টিনে মির্জা ফখরুল

বিবি এন নিউজ ঢাকাঃ নিজ বাসায় স্বেচ্ছা কোয়ারেন্টিনে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শ্যালক কাজী একরামুল রশীদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শ্যালক ফখরুলের উত্তরার বাসাতেই ছিলেন। অসুস্থ হওয়ার পর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ফখরুলের। কিন্তু তিনি সশরীরে না গিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। সেখানেই তিনি কোয়ারেন্টিনে থাকার বিষয়টি বলেন।

ফখরুল বলেন, আমি এখন ১৪ দিনের যে আইসোলেশনে আছি। করোনা এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে।