• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

ধানের ট্রলি উল্টে খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৯

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২০
ধানের ট্রলি উল্টে খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৯

বিবিএন নিউজ ডেস্ক :চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানের ট্রলি উল্টে খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার শ্রমিক।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পিরোজপুর (সোনামসজিদ) বারিকবাজার সড়কের ভাঙা সাঁকোর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের বালিয়াদীঘি গ্রামের নওসাদ আলীর ছেলে আবুল কাশেম, ইমান আলীর ছেলে বাবু, তাজাকুল ও তার ছেলে মিঠুন, মো. কাবিলের ছেলে কায়েম, আমানুরের ছেলে শিশু, রেহেমানের ছেলে আতাউর রহমান, আজিজুলের ছেলে আহাদ আলী, মজিবুরের ছেলে চালক মাসুদ।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে নওগাঁ থেকে ধান কেটে ট্রলিতে করে সোনামসজিদের বালিয়াদীঘি যাচ্ছিলেন শ্রমিকরা।

পথে ভাঙা সাঁকোর কাছে হঠাৎ ট্রলিটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সাত শ্রমিক নিহত ও ছয়জন আহত হন।পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।অন্যরা শিবগঞ্জ হাসপাতাল ও চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে চিকিৎসীন।হতাহতরা সবাই সোনামসজিদের বালিয়াদীঘি গ্রামের ধানকাটা শ্রমিক।শিবগঞ্জ থানার এসআই আজিম জানান, নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।