• ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে টিএমএসএস কর্তৃক অতি দরিদ্রের অর্থ সহায়তা প্রদান

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২০
সুনামগঞ্জে টিএমএসএস কর্তৃক অতি দরিদ্রের অর্থ সহায়তা প্রদান
লতিফুর রহমান রাজু সুনামগঞ্জ:: পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএস সহযোগিতায় ও টিএমএসএস এর বাস্তবায়নে প্রসপারিটি প্রকল্পের আওতায় কোভিড ১৯ জনিত কারণে চরম খাদ্য সংকটে থাকা অতি দরিদ্র খানায় জরুরি সহায়তা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান আজ বুধবার বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। টিএমএসএস পরিচালক মোঃ মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডঃ হোসনে আরা বেগম, পরিচালক এস এম বাবুল এসিসটেনট ডোমেইন ,মোঃ শাহিন মিয়া ।আগামী তিন মাস ১৫ শ অতি দরিদ্র মানুষের মধ্যে তিন হাজার টাকা করে দেয়া হবে। আজ ১২  জনকে তিন হাজার টাকা করে দেয়া হয়েছে। সবাই কে বিকাশ,রকেট মাধ্যমে যার যার মোবাইলে টাকা দেয়া হবে বলে জানিয়েছেন টিএম এস এস কর্মকর্তা গণ।
নিজের মোবাইল ছাড়া পরিবারের অন্য কোন সদস্যের মোবাইলে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডঃ হোসনে আরা বেগম।