• ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ইংল্যান্ডে এবং ওয়েলসে বিবাহ বিচ্ছেদ বেড়েছে এক লাখের বেশি

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২০
ইংল্যান্ডে এবং ওয়েলসে বিবাহ বিচ্ছেদ বেড়েছে এক লাখের বেশি

বিবিএন নিউজ ডেস্ক : ইংল্যান্ড ও ওয়েলসে বিবাহ বিচ্ছেদ বেড়েছে বলে জানিয়েছে অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স। পরিসংখ্যানে দেখা গেছে গত ৫ বছরের মধ্যে সর্বাদিক সংখ্যা বিচ্ছেদ ঘটেছে ২০১৯ সলে।২০১৯ সালের অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডেটা মতে ১০৭,৫৯৯ টি বিপরীত লিঙ্গের ডিবোর্স হয়েছে , যা ২০১৮ সালে ৯০,৮৭১ এর তুলনায় ১৮.৪ % বৃদ্ধি পেয়েছে । এর আগে ২০১৪ সালে সর্বোচ্চ, ছিলো ১১১,১৬৯টি।

বেড়েছে সমকামী বিয়ের ডিভোর্স ও । এই সংখ্যা ২০১৮ সালের প্রায় দ্বিগুন। মোট ৮২২ সমকামী ডিভোর্স ঘটনা ঘটেছে।

বিবাহ বিচ্ছেদের কার হিসেবে বলা হয়েছে এর জন্য ৪৯% স্ত্রী এবং ৩৫% স্বামী আবেদন করেছেন। আর সমকামীদের মধ্যে
৬৩% মহিলা সমকামী এবং ৭০% পুরুষ সমকামী বিচ্ছেদের জন্য আবেগন করেন।

বতর্মান আইন অনুযায়ী স্বামী/স্ত্রী চাইলে একে অন্যের কাছ থেকে ২ বছরের জন্য পৃথক থাকতে পারেন কিংবা উভয় পক্ষ রাজী থাকলে ৫ বছর পর্যন্ত পৃথক থাকার বিধান রয়েছে।

ওএনএস জানিয়ে খুবই সাধারণ কারনে বিবাহ ভেঙ্গে যাচ্ছে। আর ২০১৪ সালের পর থেকে সমকামী বিয়েও ভেঙ্গে যাচ্ছে ব্যাপক হারে।(ওয়ান বাংলা)