• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২০
সুনামগঞ্জে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লতিফুর রহমান রাজু সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও প্রধান মন্ত্রী কার্যালয়ের  গভর্নেস ইনোভেশন ইউনিটের সহযোগিতায় আজ মঙ্গলবার   জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকাল ৯ টা থেকে দিনব্যাপী, স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে  ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন  প্রধান মন্ত্রী কার্যালয়ের মূখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের কমিশনার মোঃ মশিউর রহমান।
মঞ্চে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ও প্রধান মন্ত্রী কার্যালয়ের মহা পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, পরিচালক আলী আহসান রাসেল,সিভিল সার্জন ডা শামস উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট শফিকুল আলম, মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজাদ। জেলা প্রশাসনের সহকারী কমিশনার আসিফ আল জিনাতের সঞ্চালনায় বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় এসডিজি বাস্তবায়নে এক কোটি মানুষের মতামত নিয়ে শুরু হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত সবার মতামতের ভিত্তিতে তা প্রনয়ন করা হবে। ৪০টি ইনোভেটর নিয়ে এসডিজি বাস্তবায়ন করা হবে। প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে ,হাওরের জীব বৈচিত্র্য বজায় রেখে সড়ক, কালভার্ট ও ব্রিজ সহ অবকাঠামো উন্নয়ন করতে হবে।