• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২০
ছাতকে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

বিবি এননিউজ ছাতকঃ সুনামগঞ্জের ছাতকে একটি খাল থেকে অজ্ঞাতনামা আনুমানিক ৪৫ বছর বয়সী এক পুরুষ ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।  মঙ্গলবার  দুপুরে পুলিশ ওই লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দের গাঁও ইউনিয়নের হাজী আয়াজুর রহমান স্কুল এন্ড কলেজের দক্ষিণ পাশের খালে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। কাপড়বিহীন ওই ব্যক্তির লাশ দেখতে এলাকার শতশত লোকজন ভীড় করলেও কেউ তাকে চিনতে পারেনি।

থানার উপ-পরিদর্শক মাহিন আহমদ জানান, উদ্ধার হওয়া অজ্ঞাতনামা ওই লাশটি বেশ কয়েকদিনের পূরনো। শরীরে পঁচে গিয়ে পোকা ধরেছে।  সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।