• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (সোমবার) ২১৩ জনের মৃত্যু: আক্রান্ত ২১,৩৬৩জন

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২০
ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (সোমবার) ২১৩ জনের মৃত্যু: আক্রান্ত ২১,৩৬৩জন

বিবিএন নিউজ ডেস্ক : ইংল্যান্ডে  করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা বেড়েছে। তবে আক্রান্তের সংখ্যা কমেছে। সোমবার মৃত্যু হয়েছে আরো ২১৩ জনের। গতকাল রবিবার ছিলো ১৬৮ জন, শনিবার ছিলো ৪৬২ জন, শুক্রবার ছিলো ৩৭৬ জন । মোট মৃতের সংখ্যা ৫২ হাজার ১৪৭ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২১,৩৬৩ জন। গতকাল রবিবার ২৪,৯৬২ জন, শনিবার ছিলো ২৬,৮৬০ জন, শুক্রবার ছিলো ২৭,৩০১জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৯০ হাজার ৬৮১ জন। (সূত্র দ্যা সান/ওয়ান বাংলা)

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ২২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৯০ জন, ওয়েলসে ২ জন, স্কটল্যান্ডে ৬ জন ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১৪ মৃত্যুুর খবর প্রকাশ করা হয়েছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।