বিবিএন নিউজ ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতায় কালীপূজা উদ্বোধন করেছেন, এমন খবরে দেশজুড়ে তোলপাড় চলছে। অনেকেই বলছেন, একজন মুসলিম হিসেবে এটা তার উচিৎ হয়নি। সাকিবকে ফেসবুক লাইভে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নিজের অফিসিয়াল ইউটিউবে সাকিব জানিয়েছেন, তিনি কালীপূজা উদ্বোধন করেননি। একজন সচেতন মুসলিম হিসেবে তিনি সেটা কখনই করবেন না।
https://www.facebook.com/100356861839683/posts/140560844485951/
সাকিব বলেন, ‘ঘটনাটি খুব সেন্সেটিভ। প্রথমেই বলতে চাই, আমি নিজেকে গর্বিত মুসলমান মনে করি। আমি সেটাই চেষ্টা করি পালন করার। ভুল ত্রুটি হবেই। আসলে ভুলত্রুটি নিয়েই আমরা জীবনে চলাচল করি। আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিলেও ক্ষমা প্রার্থনা করছি। পূজার বিষয়টি নিয়ে মিডিয়া এবং সোশ্যাল সাইটে এসেছে যে, আমি পূজা উদ্বোধন করতে গিয়েছি। আসলে কখনই যাইওনি এবং করিওনি। এটার প্রমাণ আপনারা অবশ্যই পাবেন। ‘ ( সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম )