• ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

হাটহাজারীতে হেফাজতের সম্মেলন চলছে পুর্বের কমিটি বিলুপ্ত

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২০
হাটহাজারীতে হেফাজতের সম্মেলন চলছে পুর্বের কমিটি বিলুপ্ত

বিবি এন নিউজ ঢাকাঃ বহুল আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে তাঁর উত্তরসূরী নির্বাচনে সম্মেলন চলছে। সংগঠনটির শীর্ষ নেতাদের উপস্থিতিতে সকাল সাড়ে ১০টায় হাটহাজারী মাদ্রাসায় এ সম্মেলন শুরু হয়। এসময় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সম্মেলনে উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, সহ সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা মামুনুল হক সহ প্রায় চার শ’নেতা।

হেফাজতের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে কর্মী-সমর্থকদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। হেফাজতের আমীর ও মহাসচিব হিসেবে আলোচনায় রয়েছেন আল্লাামা জুনায়েদ বাবুনগরী ও মাওলানা নূর হোসাইন কাসেমীর নাম। তবে এই সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রয়াত আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানীর সমর্থকরা। তারা বলছেন, সম্মেলনের পুরো প্রক্রিয়াটিই অবৈধ। তারা সম্মেলনেও আমন্ত্রণ পাননি।