• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুুনামগঞ্জে পাওনা বিশ টাকার জন্য যুুুবক খুুন

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২০
সুুনামগঞ্জে পাওনা বিশ টাকার জন্য যুুুবক খুুন

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:সুনামগঞ্জে আফির উদ্দিন (২৫) নামের এক যুবককে   ছুরিকাঘাতে  খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতশনিবার রাতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফির মঈনপুর গ্রামের ফজিল হকের ছেলে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, ‘আফির উদ্দিন নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।’
স্থানীয়রা জানান, রাতে গ্রামের নিজ বাড়ির সামনে আফির উদ্দিন দাঁড়িয়ে ছিলেন। তখন একই গ্রামের হৃদয় হোসেন তার পাওনা ২০ টাকা চাইলে আফির উদ্দিন বলে এখন টাকা হাতে নেই একটু পরে দিবো। এ সময় দোকানদার হৃদয় হোসেন ও তার বন্ধু হাসান মিলে ছুরি দিয়ে আফির উদ্দিনের বুকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।