• ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২০
সুনামগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জঃঃসন্ত্রাস,  গায়েবী মামলা, ভোট ডাকাতি ও গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
রোববার (১৫ নভেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আলফাত স্কয়ার পয়েন্টে যেতে চাইলে খামারখালী পয়েন্টে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই  সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল হক, আবুল কালাম, যুগ্ম সম্পাদক নুর হোসেন, অ্যাড. জিয়াউর রহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, বিএনপি নেতা ফুল মিয়া,
মামুনুর রশিদ শান্ত, যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড.মামুনুর রশিদ কয়েস, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,  আমানুল হক রাসেল, সামছুদ্দোহা, অলিউর রহমান, মমিনুল হক কালারচান, সুহেল মিয়া, আবুল কাশেম দুলু, আকুল আলী, সিরাজুল ইসলাম পলাশ, শাহজাহান মিয়া, সেচ্ছা সেবক দলের সভাপতি শামসু জাম্মান, সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, মৎসবীজ দলের আহবায়ক বাহারুল ফেরদৌস, সদস্য সচিব হারুন রশিদ, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মো তারেক মিয়া প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ ভাল নেই, বাংলাদেশের আইন শৃঙ্খলা দিন দিন অবনীতি হচ্ছে, রাত পুহালেই হত্যা,ধর্ষণ, লুটপাট হচ্ছে, ভোট ডাকাতি হচ্ছে, তাই সময় এসে গেছে ঐ জুলুমবাজ সরকারের পতনের।