• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২০
ছাতকে নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ছাতক প্রতিনিধি:  ছাতক উপজেলার  নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশন কতৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ শনিবার সকাল ১০ ঘটিকায় বন্দরগাও ইসলামীয়া দাখিল মাদ্রাসায় অত্র ফাউন্ডেশনের সভাপতি আব্দুল ছত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  সাধারণ সম্পাদক ফখর উদ্দিন খাঁন ও প্রচার সম্পাদক মইনুল আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অত্র মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ সাদিকুর রহমানের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্ভোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫ (ছাতক দোয়ারা) আসনের সংসদ জননেতা মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারী নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মোঃ মোশাহিদ আলী সাহেব।বিশেষ অতিথি নোয়ারাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা আফজাল আবেদিন আবুল। নোয়ারাই ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা  ছমরু মিয়া তালুকদার,

ছাতক জালালিয়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুর রহিম, নোয়ারাই ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য ও অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা আনোয়ার খান মখন,বন্দরগাও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার জনাব আব্দুল কাইয়ুম, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব আব্দুল জাহির,অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা নাছির উদ্দীন, আফিক আলী, রেজাউল হক তালুকদার রাজু, মস্তাব আলী,উস্তার আলী,সমাজসেবক এম হুসেন আহমেদ, ওয়াছির আলী, অনলাইন নিউজ ২৭ এর পরিচালক হাফিজুর রহমান লিটন, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হুসেন, অর্থ সম্পাদক আদনান কাউছার রাজ্জাক, যুগ্ন সাধারণ সম্পাদক লায়েক মিয়া,লাহিন আহমেদ,সমাজ কল্যান সম্পাদক মাহবুব আলম রাসেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ,শিক্ষা ও পাটচক্র বিষয়ক সম্পাদক ইকবাল হুসেন,সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দেক আলী, সদস্য বায়েজিদ আহমেদ, ছায়াদ আলী।উক্ত সভায় বক্তব্যকালে বক্তারা নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের বিভিন্ন ভাল,মহত ও বিভিন্ন সামাজিক কাজের প্রশংসা করেন। সকল সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।এবং আগামীতে তারা যেন ভাল কাজে নিয়োজিত থাকার উৎসাহ প্রদান ও মঙ্গল কামনা করেন। সভার সমাপ্তি ধর্ম সম্পাদক এইচ এম জিয়াউর রহমান এর দোয়ার মাধ্যমে সম্পন্ন হয়।দেশ ও প্রবাসের সকল সদস্যদের জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া ও সুন্দর ভবিষ্যৎ কামনা করা হয়।