বিবিএন নিউজ ডেস্ক : ইংল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা আবারো বেড়েছে। গত ২৪ ঘন্টায় শনিবার মৃত্যু হয়েছে ৪৬২জনের, গতকাল শুক্রবার ছিলো ৩৭৬ জন, বৃহস্পতিবার ছিলো ৫৬৩ জন, বুধবার ছিলো ৫৯৫ জন। মোট মৃতের সংখ্যা ৫১ হাজার ৭৬৬ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬,৮৬০ জন। গতকাল শুক্রবার ছিলো ২৭,৩০১জন, বৃহস্পতিবার ছিলো ৩৩,৪৭০ জন, বুধবার ছিলো ২২,৯৫০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৪ হাজার ৩৫৬ জন। (সূত্র দ্যা সান/ওয়ান বাংলা)