• ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধতার ঘোষণা

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২০
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধতার ঘোষণা

বিবিএন নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের শর্তসাপেক্ষে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে ।

বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জাইনুদ্দিন এই ঘোষণা দিয়েছেন। এসময় বৈধকরণের প্রক্রিয়া আগামী ১৬ নভেম্বর শুরু হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, আগামী ১৬ নভেম্বর থেকে শুরু করে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চলবে বৈধ করণের প্রক্রিয়া। ইমিগ্রেশন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা এটি বাস্তবায়ন করবে।

বিভিন্ন দেশের ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে মনে করছে অভিবাসন খাত নিয়ে কাজ করা এশিয়ার ২০টি দেশের আঞ্চলিক সংগঠন ক্যারাম এশিয়া। তবে বাংলাদেশের অবৈধ অভিবাসীর সংখ্যা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। অভিবাসন খাত নিয়ে কাজ করছে দেশের এমন উন্নয়ন সংস্থা ও ব্যবসায়ীদের মতে, মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশি অভিবাসীর সংখ্যা দেড় লাখ থেকে দুই লাখ হবে।