• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

প্রেমিকা ক্যারি স্যামন্ডকে নিয়ে বেড়াজালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২০
প্রেমিকা ক্যারি স্যামন্ডকে নিয়ে বেড়াজালে ব্রিটিশ প্রধানমন্ত্রী  বরিস জনসন

বিবিএন নিউজ ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার প্রেমিকা ক্যারি স্যামন্ডকে অনেকটা বেড়াজালে পড়েছেন। ১০নং ডাউনিং ষ্ট্রিটের মূখ্য ভুমিকায় তার প্রেমিকার নাম উঠে এসেছে। – দ্য গার্ডিয়ান/ডেইলি মেইল।ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের জ্যেষ্ঠ পরামর্শক ও যোগাযোগ বিষয়ক প্রধান লি কেইন বুধবার রাতে পদত্যাগ করার ঘোষণা দেন। জনসনের প্রেমিকা ক্যারি স্যামন্ডসহ অন্যান্য মন্ত্রী ও পরামর্শকরা নাকি তার চিফ অব স্টাফ এর পদন্নোতিতে বাধ সেঁধেছিলেন। ক্যারি স্যামন্ডের মতে লি কেইনের পরামর্শগুলো কোনো কাজের না।

 

বরিসের আরেক সহযোগি ও পরামর্শক ডমিনিক কুমিংসও জানিয়েছেন তিনি ডাউনিং স্ট্রিট থেকে সরে যেতে পারেন। কুমিংসের পদত্যাগের খবর জনসনের কাছের অন্যান্যদের ওপর পদত্যাগের আশঙ্কা তৈরি করেছে। কেইনের বন্ধু ও ইউরোপিয় ইউনিয়নে ব্রেক্সিট নিয়ে ব্রিটেনের প্রধান সমঝোতাকারী ডেভিড ফ্রস্টও নাকি সরে যাওয়ার কথা ভাবছেন।

অবশ্য টোরি বেকবেঞ্চ ১৯২২ কমিটির ভাইস- চেয়ার স্যার চালর্স ওয়াকার বিবিসিকে বলেন, এটি খুবই ভালো খবর। এটি জনসনের জন্য নতুন চিফ অব স্টাফ নিয়োগ করে পার্লামেন্টারি পার্টির সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার অন্যতম সুযোগ।

তবে ডাউনিং স্ট্রিটে ক্ষমতার এই গোলযোগ ভাবাচ্ছে না টোরি এমপিদের। তারা পদত্যাগের এই হিড়িককে উৎসব হিসেবেই নিয়েছেন। কারণ অনেক রক্ষণশীল এমপিদের ধারণা এই পরামর্শকরা করোনা ভাইরাস মোকাবেলাসহ অন্যান্য ইস্যুতে বরিসকে ভুল পরামর্শ দিয়েছেন। যার ফলে এমপিদের সঙ্গে ১০নং ডাউনিং ষ্ট্রিটের দূরত্ব তৈরি হয়েছে। টোরি এমপিরা গত কয়েক মাসে বরিসের খারাপ পরিচালনার জন্য তার পরামর্শকদের দায়ী করছেন।