• ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নৌকাডুবিতে লিবিয়া উপকূলে ৭৪ শরণার্থীর মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২০
নৌকাডুবিতে লিবিয়া উপকূলে ৭৪ শরণার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:লিবিয়া উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৭৪ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই নৌকায় একশ ২০ জনের বেশি যাত্রী ছিল।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানিয়েছে, খোমস উপকূলে নৌকা ডুবে গেছে। এতে ৭৪ জন শরণার্থীর প্রাণ গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুর্ঘটনা কবলিত নৌকায় একশ ২০ জনের বেশি যাত্রী ছিল। তাদের মধ্যে নারী ও শিশু ছিল। এরই মধ্যে ৪৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আইওএম এর তথ্যানুসারে, এ বছর ইউরোপে যাওয়ার সময় অন্তত নয়শ মানুষ ভূমধ্যসাগরে নৌকাডুবে মারা গেছে। উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে লিবিয়ায় ফিরে গেছে ১১ হাজারের বেশি মানুষ।সূত্র : এনডিটিভি