• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে খেলাফত মজলিসের উদ্যোগে সীরাতুুন নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২০
ছাতকে খেলাফত মজলিসের উদ্যোগে সীরাতুুন নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে খেলাফত মজলিসের উদ্যোগে সীরাতুন নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার চরমহল্লা ইউনিয়নের অাসাকাচর পয়েন্টে ফাইভ স্টার কনভেনশন সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়। চরমহল্লা ইউনিয়ন খেলাফত মজলিসের উদ্যোগে অায়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিন।
শাখার সভাপতি মাওলানা শিব্বির অাহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জাহেদ হোসাইনের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা অাবদুল অাজিজ হবিগঞ্জী, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা অাখতার হোসাইন, সিলেট বিমানবন্দর থানা শাখার সভাপতি হাফেজ কামরুল ইসলাম, ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা অাবুল হাসনাত, সহ সভাপতি মাওলানা জসিম উদ্দিন ও মাওলানা ছালেহ অাহমদ, সহ-সাংগঠনিক মাওলানা জুনাইদ অাহমদ, মাওলানা নজরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা অামজদ হোসাইন, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হাফেজ তহুর অাহমদ নোমান, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার নির্বাহি সদস্য জহিরুল ইসলাম, জুবায়ের অাহমদ, মাওলানা আবদুল ওয়াদুদ, উত্তর খুরমা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন আল মামুন প্রমুখ।
মাহফিলে প্রধান অতিথি মাওলানা শফিক উদ্দিন তার বক্তব্যে বলেন, অাল্লাহ ও তাঁর রাসুল (সাঃ) এরঁ দেখানো পথে অামাদের দৈনন্দিন জীবন পরিচালিত করতে হবে। অাল্লাহর অাদেশ-নিষেধ মেনে চলে ও মহানবী (সাঃ) এঁর সুন্নতকে অাকড়ে ধরতে হবে। তিনি অারও বলেন, সমাজে ন্যায়নীতি প্রতিষ্ঠা করতে হলে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ও মহানবী (সাঃ) এঁর অাদর্শের বিকল্প নেই।