• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বিএনপির সাথে অঙ্গ সহযোগী সংগঠন মত বিনিময় সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২০
সুনামগঞ্জে বিএনপির সাথে অঙ্গ সহযোগী সংগঠন মত বিনিময় সভা অনুষ্ঠিত

লতিফুর রহমান রাজু সুনামগঞ্জ :আসন্ন মহান বিজয় দিবস ও অন্যান্য সাংগঠনিক বিষয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সাথে অঙ্গ সহযোগী সংগঠন সমূহের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে জেলা বিএনপির আয়োজনে  শহরের একটি রেস্টুরেন্টে ঐ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ স¤পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. মাশুক আলম, সিনিয়র যুগ্ম স¤পাদক আব্দুল মজিদ জুয়েল, সাংগঠনিক স¤পাদক মো সালেহ আহমেদ, জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল হক, অ্যাড.শেরনুর আলী, মো. আবুল কালাম আজাদ, সাংগঠনিক স¤পাদক নজরুল ইসলাম, জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হক, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক বাহারুল ফেরদৌস, সদস্য সচিব হারুন রশিদ, যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ। মত বিনিময় সভায় সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য কলিম উদ্দিন মিলন বলেন, সকলের মতামত নিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের গণতন্ত্র রক্ষায় যে লড়াইয়ে রাজপথে নামতে হবে,  মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ ভাল নেই, বাংলাদেশের আইন শৃঙ্খলা দিন দিন অবনীতি হচ্ছে, রাত পুহালেই হত্যা, ধর্ষণ, লুটপাট হচ্ছে, সময় এসে গেছে রাজপথে নামার আগামী দিনে কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে সেটা আমরা সকলে ঐক্যবদ্ধ পালন করব। পরে সামনে মহান  বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলনকে আহবায়ক ও জেলা বিএনপির সাধারণ স¤পাদক নুরুল ইসলাম নুরুলকে সদস্য সচিব করে ৫১ বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়।