• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৩৩,৪৭০ জন : মৃত্যু ৫৬৩ জনের

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১২, ২০২০
ইংল্যান্ডে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৩৩,৪৭০ জন : মৃত্যু ৫৬৩ জনের

বিবিএন নিউজ ডেস্ক : ইংল্যান্ডে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ৩৩,৪৭০ জন। যা কালকের চেয়ে প্রায় ১০ হাজার বেশি। এর আগে গত ২১ অক্টোবর রেকর্ড ছিলো ২৬,৬৮৮ জন। শুধু ইংল্যান্ডেই আক্রান্ত হয়েছে ২৪,১৪১ জন। এদিকে ইউরোপের প্রথম দেশ হিসেবে গতকাল বুধবার ৫০ হাজার মৃত্যুর রের্কড স্পর্শ করেছে ব্রিটেন।
এদিকে গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার মৃত্যু হয়েছে আরো ৫৬৩ জনের। যা গত ৬ মাসের মধ্যে দ্বিতীয় সর্বাচ্চ। গতকাল বুধবার ছিলো ৫৯৫ জন, মঙ্গলবার ছিলো ৫৩২ জন। মোট মৃতের সংখ্যা ৫০ হাজার ৯২৮ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩,৪৭০ জন। গতকাল বুধবার ছিলো ২২,৯৫০ জন, মঙ্গলবার ছিলো ২০৪১২ জন, সোমবার ছিলো ২১, ৩৫০ জন রবিবার ছিলো ২০,৫৭২ জন, শনিবার ছিলো ২৪,৯৫৭ জন, শুক্রবার ছিলো ২৩,২৮৭ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৯০ হাজার ১৯৫ জন। (সূত্র দ্যা সান/ওয়ান বাংলা)

বর্তমানে ব্রিটেনে হাসপাতাগুলোতে ভর্তি রয়েছেন ১৪,০৩০ জন করোনা রোগী। এর মধ্যে গতকাল পর্যন্ত ১২১৯ ভেন্টিলেশনে রয়েছেন।