• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ওয়েব সাইট হালনাগাদ করণ বিষয়ক কর্মশালা

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১২, ২০২০
সুনামগঞ্জে ওয়েব সাইট হালনাগাদ করণ বিষয়ক কর্মশালা

 

সুনামগঞ্জ, প্রতিনিধি ::সুনামগঞ্জের বিভিন্ন  উপজেলা ও ইউনিয়ন পরিষদের ওয়েব সাইট হালনাগাদ করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় সুনামগঞ্জ সার্কিট হাউজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইএএলজির জেলা সমন্বয়কারী সৈয়দ নজরুল ইসলামের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.জসিম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার এস এম রেজাউল করিম, সহকারী প্রোগ্রামার স্বরূপ মুহুরী,এলজিসির প্রকল্পের জেলা সমন্বয়কারী মিঠু রঞ্জন দাস প্রমুখ। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসিম উদ্দিন বলেন, সাধারণ মানুষ যাতে সহজে উপজেলা ও ইউনিয়ন পরিষদে গিয়ে সেবা পায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সবাইকে মনে রাখতে হবে প্রধানমন্ত্রীর ডিজিটাল সোনার বাংলা তৈরী করছেন তার কারণ হলো মানুষ যাতে কোন সেবা থেকে বঞ্চিত না হয়। তিনি আরো বলেন, উপজেলা ও ইউনিয়ন পরিষদের ওয়েব সাইটে সব সময় সাধারণ মানুষের সেবা মূলক সকল কিছু আপডেট দিতে হবে।