• ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রাজধানীতে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১২, ২০২০
রাজধানীতে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিবি এন নিউজ ঢাকাঃ রাজধানীর মগবাজার এলাকায় একটি ভবন থেকে বাবা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে হাতিরঝিল থানা পুলিশ মরদেহ দুটো উদ্ধার করে। তারা হলেন খাইরুল ইসলাম সোহাগ (৫৫) ও তার ছেলে শাহারাত ইসলাম আরিন (১৪)।
হাতিরঝিল থানার ইন্সপেক্টর (তদন্ত) মহিউদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে সন্ধ্যায় নয়টোলার ওই ভবনের পাঁচ তলায় গিয়ে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। বাবা ছেলেকে হত্যার পরে আত্মহত্যা করেছে কিনা বিষয়টি তদন্ত না করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।