• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

করোনা ভ্যাকসিন দিতে প্রস্তুত এনএইচএস-ব্রিটিশ হেলথ সেক্রেটারী

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১০, ২০২০
করোনা ভ্যাকসিন দিতে প্রস্তুত এনএইচএস-ব্রিটিশ হেলথ সেক্রেটারী

বিবিএন নিউজ ডেস্ক : ব্রিটিশ হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক ‘জানিয়েছেন যত দ্রুত সম্ভব নিরাপদে’ করোনাবাইরাস ভ্যাকসিন সরবরাহ করতে প্রস্তুত রয়েছে এনএইচএস।
এটি ক্রিসমাসের মধ্যে পাওয়া যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ খুবই সম্ভব’ তবে আগামী বছরের প্রথম দিকে গণহারে ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

তিনি জানান ভ্যাকসিন দিতে ক্লিনিকগুলো সাত দিনই খোলা থাকবে এবং জিপিগুলিকে অতিরিক্ত ১৫০ মিলিয়ান অর্থ বরাদ্ধ করা দেয়া হয়েছে।

তবে তিনি সবাইকে ধৈর্য ধরার আহবান জানান। তিনি জানান স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কত লোককে টিকা দিতে হবে তা তার জানানেই।

সোমবার বিশ্বের প্রথম কার্যকর করোনাভাইরাস ভ্যাকসিন প্রথমিক ফলে দেখা গেছে ৯০ ভাগ লোক এর ফলে করোনা থেকে মুক্তিপেতে সহায়তা পেয়েছেন।

এই ভ্যাকসিন ফার্মাসিউটিক্যাল সংস্থা ফাইজার এবং বায়োএনটেক এর মাধ্যমে প্রস্তুত হয়েছে। এটি বিশ্বে যে ১১টি ভ্যাকসিন চুড়ান্ত পর্যায়ে রয়েছে তার একটি।

কোম্পানীগুলো নভেম্বরের শেষ নাগাদ ভ্যাকসিন ব্যবহারের জন্য জরুরী অনুমোদনের জন্য আবেদন করার পরিকল্পনা করেছে। সীমিত সংখ্যক লোক এ বছর এই টিকা পাবেন।

ব্রিটেন ইতিমধ্যে ২০ মিলিয়ন লোকের জন্য ৪০ মিলিয়ান ডোজ টিকা অর্ডার করেছে। জনপ্রতি দুইটি করে টিকা দিতে হবে।
প্রধানমন্ত্রী বরিস জনসন অবশ্য খুবই সাবধানতা অবলম্বের কথা বলেছেন, কারন এটি খুবই প্রাথমিক পর্যায়ে।