• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ছাতকে অগ্নিকান্ডে একটি টেইলারী দোকান ভস্মিভূত

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১০, ২০২০
ছাতকে অগ্নিকান্ডে একটি টেইলারী দোকান ভস্মিভূত

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে অগ্নিকান্ডে একটি টেইলারী দোকান ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জাউয়াবাজারে। অগ্নিকান্ডে টেইলারী মেশিনসহ কাপড় পুড়ে ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকার। জানা যায়, উপজেলার কৈতক গ্রামের আশরাফ আহমদ ১০ বছরের বেশি সময় ধরে জাউয়াবাজারের ভেতরের পট্রিতে সুমা টেইলার্স দোকানটি পরিচালনা করে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যা ৫টার দিকে তিনি দোকান বন্ধ করে জাউয়াবাজার জামে মসজিদে নামাযে যান। এসময় তার বন্ধ দোকানে হঠাৎ আগুনের লেলিহান দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। মুহুর্তের মধ্যে সমস্থ দোকান কোঠায় আগুন ছড়িয়ে পড়লে ব্যসায়ীরা তাৎক্ষনিক আগুন নেভাতে চেষ্টা চালান। প্রায় আধঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে দোকানের ভেতরে থাকা কাপড়-ছোপড়, মেশিনসহ পুড়ে গিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রেজাউল করিম, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুর রহমান, সাধারণ সম্পাদক নুর মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় ব্যবসায়ীদের ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সদস্য সাংবাদিক জুনাইদ আহমদ বলেন, অগ্নিকান্ডে সুমা টেইলার্সের প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে অল্পের জন্য পট্রির অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে।