• ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় (সোমবার) করোনায় ১৯৪ জনের মৃত্যু: আক্রান্ত ২১,৩৫০ জন

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১০, ২০২০
ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় (সোমবার) করোনায় ১৯৪ জনের মৃত্যু: আক্রান্ত ২১,৩৫০ জন

বিবিএন নিউজ ডেস্ক : ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। সোমবার মৃত্যু হয়েছে আরো ১৯৪ জনের। গতকাল রবিবার ছিলো ১৫৬ জন, শনিবার ছিলো ৪১৩ জন। মোট মৃতের সংখ্যা ৪৯ হাজার ০৬৩ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন জন। গতকাল রবিবার ছিলো ২০,৫৭২ জন, শনিবার ছিলো ২৪,৯৫৭ জন, শুক্রবার ছিলো ২৩,২৮৭ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ১৩ হাজার ৩৬৩ জন। (সূত্র দ্যা সান/ওয়ান বাংলা)
এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৬৭ জন, ওয়েলসে ৮ জন, স্কটল্যান্ডে ১ জন ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।