• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় (রবিবার) করোনায় ১৫৬ জনের মৃত্যু: আক্রান্ত ২০,৫৭২জন

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৮, ২০২০
ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় (রবিবার) করোনায় ১৫৬ জনের মৃত্যু: আক্রান্ত ২০,৫৭২জন

বিবিএন নিউজ ডেস্ক : ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। শনিবার মৃত্যু হয়েছে আরো ১৫৬ জনের। গতকাল শনিবার ছিলো ৪১৩ জন, শুক্রবার ছিলো ৩৫৫ জন। মোট মৃতের সংখ্যা ৪৯ হাজার ৪৪ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০,৫৭২ জন। গতকাল শনিবার ছিলো ২৪,৯৫৭ জন, শুক্রবার ছিলো ২৩,২৮৭ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৯২ হাজার ১৩ জন। (সূত্র দ্যা সান /ওয়ান বাংলা )

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১২২ জন, ওয়েলসে ৩ জন, স্কটল্যান্ডে ১৯ জন ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।

এদিকে গত সাত দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০,৪২৮ জন।