বিবিএন নিউজ ডেস্ক: ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির। এসময় জাতীয় সংগীতও পরিবেশন করা হয়। র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালভাবে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। ভার্চুয়ালভাবে সংযুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক থানার ইন্সপেক্টর অপারেশন মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম। বক্তব্য রাখেন, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শামসু মিয়া, সিসিএফ সমবায় সমিতির সভাপতি হাবিবুর রহমান কাজল, একতা বালু উত্তোলন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সমবায়ী আবুল মুনায়েম, জাহাঙ্গীর আলম, আলী আশরাফ প্রমূখ। সভায় উপজেলার ৪জন শ্রেষ্ঠ সমবায়ী ও ৪টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে ছাতক একতা বালু উত্তোলন সমবায় সমিতি, বেসরকারী বিদ্যুৎ শ্রমিক সমিতি, সিসিএফ সমবায় সমিতি ও বিশারদপুর-খঞ্জনপুর মৎস্য সমবায় সমিতি রয়েছে। শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে কাওসার আহমদ, আব্দুস সাত্তার, শামসু মিয়া ও হাবিবুর রহমান কাজলকে পুরস্কৃত করা হয়। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।