• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বীর শহীদের কবর বাধাই প্রকল্পের কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৭, ২০২০
সুনামগঞ্জে বীর শহীদের কবর বাধাই প্রকল্পের কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সুনামগঞ্জ প্রতিনিধি:  আজ ৭ নভেম্বর  সকাল ১০ টায়  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় গণপুর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশ ব্যাপী ২৯৩৮ জন বীর শহীদের কবর বাধাই প্রকল্পের সুনামগঞ্জ জেলায় কাজ শুরু করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।সুনামগঞ্জ জেলায় এ পর্যায়ে ৪৭ জন বীর শহীদদের সমাধি বাঁধায় করা হবে। সদর উপজেলায় সুনামগঞ্জের প্রথম বীর শহীদ আবুল হোসেনের কবর অচিন্তপুর কবরস্থানে শহীদ আবুল হোসেনের একমাত্র সন্তান রেজাউল করিমকে সাথে নিয়ে  বাধাই এর শুভ সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জসীম উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার  ইয়াসমিন নাহার রুমা, বীরমুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজাদ, জেলা প্রশাসকের কার্যালয় এর সিনিয়র সহকারী কমিশনার মোঃ আরিফুল ইসলাম এবং মোঃ আব্দুল মান্নান এবং সহকারী কমিশনার  সম্রাট হোসেন, জহিরুল আলম, এস এম রেজাউল করিম এবং মোঃ রিফাতুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ, স্থানীয় বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফুল মিয়া প্রমুখ এবং গণমাধ্যম প্রতিনিধিগণ। এ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলায় ৪৭ টি কবর বাধাই করা হবে যার মধ্যে সদর উপজেলায় ৮ টি বীর শহীদের কবর বাধাই করা হবে। কাজ উদ্বোধনের সময় দোয়া করেন উপস্থিত সকলে। কাজটির সফল বাস্তবায়নের জন্য সকলের সহায়তা কামনা করেন জেলা প্রশাসক। এই কাজটি বিজয় দিবসের পূর্বে বাস্তবায়নের বিষয়ে গণপুর্ত বিভাগকে অনুরোধ জানিয়েছেন  জেলা প্রশাসক সুনামগঞ্জ।