• ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষক স্মরণে শোক সভা

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৭, ২০২০
ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষক স্মরণে শোক সভা

 

ছাতক প্রতিনিধি: ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন তিন শিক্ষক স্বরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়ের হল রুমে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ছাতক প্রেসক্লাবের একাংশের সভাপতি সৈয়দ হারুন অর রশিদের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র সোহরাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে স্মৃতিচারণ করেন, প্রাক্তন ছাত্র, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহমদ, ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক নির্মলেন্দু চৌধুরী, প্রাক্তন ছাত্র মুজিবুল হক পাটোওয়ারী, শিক্ষিকা সেলিনা ফেরদৌস আরা মুন্নি, প্রাক্তন ছাত্র আবুল কালাম, নাজমুল ইরা, রুহুল ইসলাম পলাশ, মঈনুল হোসেন, শাখাওয়াত হোসেন, ওয়াসিদ আলী, শামসুর রহমান শামছু, প্রভাষক বিপ্লব রায়, প্রাক্তন ছাত্র তমাল পোদ্দার প্রমূখ। সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক নবেন্দু পোদ্দার, সহকারী শিক্ষক রশিদ আহমদ (উর্দু স্যার) ও সহকারী শিক্ষক গৌরাঙ্গ কুমার চক্রবর্তী স্মরণে প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্যোগে শোক সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বক্তারা স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, শিক্ষকতা জীবনে এ তিন জনই ছিলেন আদর্শমানের শিক্ষক। বিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যানের জন্য চাকুরী জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত তারা নিজেদের বিলিয়ে দিয়েছেন। বক্তারা বলেন, প্রতিভাবান এসব শিক্ষকদের কারণেই আজ আমরাসহ অনেকেই কর্মজগতে প্রতিষ্ঠিত হতে পেরেছেন। তাদের কাছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা চিরঋনী। শোক সভায় আরো উপস্থিত ছিলেন, প্রাক্তণ ছাত্র বেলায়েত হোসেন, শাখাওয়াত সোহেল, রুহুল ইসলাম, নিজাম উদ্দিন, নাজমুল হিরা, আবু নাসের কায়সার, দিলিপ মজুমদার, জেসমিন বেগম, জামাল হোসেন, গোলাম মওলা, শেখ আব্দুল্লাহ, মাহমুদুল হাসান প্রমূখ। সভায় কুরআন তেলাওয়াত করেন, মাওলানা আবুল কালাম। দোয়া পরিচালনা করেন শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান।