• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৭, ২০২০
ছাতকে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে হেফাজতে ইসলাম ধারণ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গ করে অবমাননা করার প্রতিবাদে শনিবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের ধারণ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নতূনবাজার দাখিল মাদরাসা সম্মুখে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। ভূইগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা সামছুল ইসলামের সভাপতিত্বে ও ইমাম উদ্দিন মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা আনোয়ার হোসেন, হাফেজ আবদুস ছামাদ, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা নুরুল আমীন, মাওলানা আবুল হাসনাত, মাওলানা ছালেহ উদ্দিন, হাফেজ মাহমুদ আলী, মাওলানা ছালেহ আহমদ, মাওলানা বদরুল আলম, মাওলানা আবদুল করিম, মাওলানা কবির আহমদ, মাওলানা শরিফ উদ্দিন নকিব প্রমূখ। এসময় হেফাজতে ইসলাম ধারণ এর নেতৃবৃন্দরা ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা ফ্রান্সে মহা নবী (সা:) কে ব্যঙ্গ করে অবমাননাকারী নাস্তিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।