• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি পদে সহিদুল ইসলাম নির্বাচিত

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৬, ২০২০
ছাতকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি পদে সহিদুল ইসলাম নির্বাচিত

ছাতক প্রতিনিধিঃছাতকে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি পদে বিজয়ী হয়েছেন সহিদুল ইসলাম বিজয়ী হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। তালিকা অনুযায়ী ৪৩ ভোটার সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোন ভোট বাতিল বলে গন্য হয়নি। নির্বাচনে ২ জন প্রতিযোগি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ২৪ ভোট পেয়ে সহিদুল ইসলাম সভাপতি পদে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি মাসুদ রানা পেয়েছেন ১৯ ভোট। নির্বাচনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন বুলি ও আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী। নির্বাচন পরিচালনা করেন সামছুদ্দিন মিয়া ও অটো টেম্পু-অটো রিক্সা ষ্ট্যান্ডের সাধারন সম্পাদক ফজলু মিয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন আওয়ামীলীগ নেতা ছাব্বির আহমদ, যুবলীগ নেতা আনিসুর রহমান চৌধুরী সুমন, ফজলু মিয়া মেম্বার, মুক্তিযোদ্ধা সন্তান মাহবুব মিয়া, আবু শামীম, সুমন দাস, শাহীন মিয়া তালুকদার, জাহিদ হাসান রুহেল, শাহাব উদ্দিন প্রমূখ।