• ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

ছাতকে সততার পুরস্কার পেলেন কমর আলী

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৪, ২০২০
ছাতকে সততার পুরস্কার পেলেন কমর আলী

বিবিএন নিউজঃ  ছাতকে সততার পুরুষ্কার হিসেবে কমর আলীকে পুরস্কৃত করলেন উত্তর খুরমা ইউ/পি চেয়ারম্যান বিল্লাল আহমদের ছোট ভাই পাপলু আহমেদ ।

গত তিন আগে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল ও ছোট বিহাই গ্রামের মধ্যবর্তী ছাতক- জাউয়া রাস্তায় পড়ে থাকা কাপড়ের একটি ব্যাগ কুড়িয়ে পায় সে। ব্যাগের ভেতর ৫৫ হাজার টাকা ও একটি Samsung galaxy মোবাইল ফোন পাওয়া যায়। ব্যাগটি একজন মোটরসাইকেল আরোহী অসতর্ক অবস্থায় ফেলে যান। কমর সেটা পেয়ে গায়েব করেনি, মেরে দেয়নি; স্থানীয় গন্যমাণ্য মানুষের কাছে হস্তান্তর করেন।
তারপর টাকা ও মোবাইল এর মালিক স্থানীয় বল্লভপুর গ্রামের যুবক আব্দুর রাজ্জাক ব্যাগের খোঁজ করলে তথ্য প্রমাণসহ টাকা ও মোবাইল কমরের উপস্থিতিতে মালিককে বুঝিয়ে দেন স্থানীয় লোকজন।
কমর আলীর এই সততার কথা ফেইসবুকে ছড়িয়ে পড়লে উত্তর খুরমা ইউনিয়ন চেয়ারম্যান বিল্লাল আহমদের ছোট ভাই পর্তুগাল প্রবাসী পাপলু আহমদের নজরে পড়ায়  কমর আলীকে ধন্যবাদ জানিয়ে তার সততার প্রতি সম্মান জানিয়ে তাকে উপহার হিসেবে আর্থিকভাবে পুরস্কৃত করেন।