ছাতক প্রতিনিধি ::ছাতকে জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, ৩ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি জঘন্যতম কালো অধ্যায়। এ দেশকে নেতৃত্বশুন্য করতেই মোস্তাকের দোষররা জেল হাজতে জাতীয় ৪ নেতাকে নৃশংসয়ভাবে হত্যা করেছে। ৩ নভেম্বর জেল হত্যা ও ১৫ আগষ্ট স্বপরিবারে জাতীর পিতা বঙ্গবন্ধুকে হত্যা ছিল একই সূত্রে গাঁথা। দেশের এ কলংকিত অধ্যায়ের মুল রচনাকারী ছিল মেজর জিয়াউর রহমান। পিতার পথ অনুসরণ করে তারেক রহমান ২১ আগষ্ট গ্রেনেট হামলা করে বঙ্গবন্ধুর শেষ রক্তবিন্দু জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। জাতি আজ জিয়া ও তার পরিবারকে ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আফজাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস মিয়া, আওয়ামীলীগ নেতা দবিরুল ইসলাম দবির, সাব্বির আহমদ, সিরাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, মাষ্টার নাছির উদ্দিন, নজমুল হোসেন, আব্দুল খালিক, ফারুক আহমদ সরকুম, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, বিল্লাল আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন প্রমূখ। এসময় ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, চান মিয়া চৌধুরী, খালিক মিয়া, ফয়জুল কবির লাকি, মাফিজ আলী, মুক্তিযোদ্ধা সন্তান সহিদুল ইসলাম, মাহবুব মিয়া, যুবলীগ নেতা ফজুল মিয়া মেম্বার, বিশ্বজিত ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা নূরুল হক।