লতিফুর রহমান রাজু সুনামগঞ্জ: সংশোধিত কাবিটা নীতিমালা ২০১৭অনুসারে সুনামগঞ্জের হাওরে বোরো ফসল রক্ষার ডুবন্ত বাঁধ নির্মাণ সংস্কার ও মেরামত কার্যক্রম বিষয়ে জন প্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোসামমৎ হামিদা বেগমের সাথে সুনামগঞ্জের অংশীজনের মতবিনিময় সভা আজ সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন জন প্রশাসন মন্ত্রনালয়ের উপ সচিব আশরাফুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শরীফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাবিবুর রহমান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুব আলম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক মোঃ ফরিদুল হাসান, জেলা মৎস্য কর্ম কর্তা আবুল কালাম আজাদ, নারী নেত্রী শিলা রায়, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মালেক হোসেন পীর, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, বিশ্বম্ভর পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, জামাল গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আনেদালন নেতা বিজন সেন রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,বিটিভি প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু, সমকাল প্রতিনিধি পংকজ দে, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, বিন্দু তালুকদার, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার প্রমুখ।
অতিরিক্ত সচিব মোসামমৎ হামিদা বেগম বলেন আপনারা সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জেলা প্রশাসনের সাথে সম্মিলিত থেকে কাজ করলে দুর্যোগ মোকাবিলা করা সম্ভব। সবাই কে যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ বলেন আমি সরকারের নির্দেশনা অনুসারে কাজ করে যাচ্ছি,আপনারা আপনাদের এলাকার জন্য, হাওরের ফসল রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন ,আগামী তে ও তা অব্যাহত রাখতে হবে।