• ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দেশের যুব সমাজই উন্নয়নের চালিকাশক্তি:সাংসদ মানিক

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২, ২০২০
দেশের যুব সমাজই উন্নয়নের চালিকাশক্তি:সাংসদ মানিক

ছাতক প্রতিনিধিঃছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, দেশের যুব সমাজই উন্নয়নের চালিকাশক্তি। তিনি  ১ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের  আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ঋণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের  আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান এই প্রতিপাদ্য নিয়ে শহরে এক বর্নাঢ্য যুব র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসের আসাদ উল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইমরান চিশতী এবং গীতা পাঠ ও স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদত লাহিন, ছাতক থানার অফিসার্স ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন। বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান, সাদিকুর রহমান, রাসেল আহমদ দিপু প্রমুখ।