• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শ খানেক বিয়েতে ‘কবুল’ বলে বিপাকে শবনম ফারিয়া

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১, ২০২০
শ খানেক বিয়েতে ‘কবুল’ বলে বিপাকে শবনম ফারিয়া

বিবি এন নিউজ ঢাকাঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায়ও দর্শকদের নজর কেড়েছেন। ওই ছবিতে দুর্দান্ত অভিনয় করে পেয়েছেন বাচসাস পুরস্কার। এই ফারিয়ায় চরিত্রের খাতিরে বহুবার বউ সেজেছেন, বিয়ে করেছেন। অসংখ্য পুরুষের সঙ্গে বাসর রাতের দৃশ্যে অভিনয় করেছেন।

গেল ২৯ অক্টোবর নাটক-সিনেমায় কাল্পনিক বিয়েতে ‘কবুল’ উচ্চারণ বন্ধ চেয়ে জনস্বার্থে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।

তথ্য সচিব, আইন মন্ত্রণালয় সচিব, ধর্ম মন্ত্রণালয় সচিব এবং বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডকে (বিএফসিবি) এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, ‘বাংলাদেশে বিভিন্ন সিনেমা, নাটক এবং ভিডিওর বিভিন্ন দৃশ্যে বিয়ের দৃশ্যায়নে মুসলিম অভিনেতা ও অভিনেত্রীরা বিয়ের আনুষ্ঠানিকতা পূরণসহ ‘কবুল’ শব্দ উচ্চারণ করে থাকেন। যার মাধ্যমে ওই মুসলিম অভিনেতা ও অভিনেত্রীরা মুসলিম আইন (শরিয়ত) অনুযায়ী স্বামী-স্ত্রী হিসেবে গণ্য হবেন। তাই মুসলিম আইন অনুসারে বিয়ের ক্ষেত্রে সরাসরি মুসলিম আইন (শরীয়ত) প্রয়োগ হবে। এখানে অভিনয়ের যুক্তিতে এই বিয়েকে অস্বীকার করা যাবে না। কারণ অভিনয়ের মধ্যে কেউ মিষ্টি খেলে সে যেমন মিষ্টির স্বাদ অনুভব করবে। অপরদিকে অভিনয়ের মধ্যে কেউ বিষ খেলে সে বিষক্রিয়ায় আক্রান্ত হবে।’

নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে সিনেমা, নাটকের বিয়ের দৃশ্যায়নে ‘কবুল’ শব্দ উচ্চারণে নিষেধাজ্ঞা জারি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানান আইনজীবী মাহমুদুল হাসান।

এই লিগ্যাল নোটিশে রীতিমত অবাক হয়েছেন শবনম ফারিয়া। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন- ‘এখন আমি কি করবো? আমার যে শ খানেক বিয়ে অলরেডি হয়ে গেছে! আমার কি হবে? টেনশনে সারারাত ঘুমাতে পারি নাই…।’

ফারিয়ার এই স্ট্যাটাসের সঙ্গে সঙ্গ দিয়েছেন আরেক অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফারিয়ার স্ট্যাটাসে বাঁধন কমেন্ট করেছেন এভাবে- ‘আমারও একি অবস্থা! আমার চেহারা বউ বউ বলে আমাকে সব নাটকে বিয়ে দিয়েছে! আমার কি হবে!’

ফারিয়ার স্ট্যাটাসে মীর মোহাম্মদ রাকিব হাসান মন্তব্য করেছেন, ‘সবচেয়ে বেশিবার বিয়ে হয়েছে কার সঙ্গে?’ উত্তরে ফারিয়া লিখেন- ‘বাংলাদেশে কোনও নায়ক বাকি নেই, কার সঙ্গে হয়নি!’