• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু’র আদর্শের নির্লোভ এক সৈনিক ছিলেন লুৎফুর রহমান সরকুম-এমপি মানিক

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১, ২০২০
বঙ্গবন্ধু’র আদর্শের নির্লোভ এক সৈনিক ছিলেন লুৎফুর রহমান সরকুম-এমপি মানিক

ছাতক(সুনামগঞ্জ)  প্রতিনিধি ::সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, লুৎফুর রহমান সরকুম ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের নির্লোভ এক সৈনিক। তিনি একজন সৎ আদর্শবান রাজনীতিবিদ, আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ছিলেন। বর্তমান সময়ে লুৎফুর রহমান সরকুমের মতো এমন একজন দক্ষ রাজনীতিবিদের বড়ই প্রয়োজন ছিল।
আজ রোববার সকালে ছাতকের গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের এক কোটি টাকা ব্যয়ে লুৎফুর রহমান সরকুম ভবনের তৃতীয় তলার উদ্বোধন শেষে বিদ্যালয়ে ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মরহুম লুৎফুর রহমান সরকুমের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন  মুহিবুর রহমান মানিক এমপি।
গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থের সভাপতিত্বে এবং শিক্ষক গোলাম নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাহাদত মো. লাহিন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল লেইছ কাহার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ’মি) তাপস শীল, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, সুন্দর আলী, শামস উদ্দিন কাচা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া, আব্দুল খালিক, বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখর দত্ত, আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, আব্দুস সামাদ, মাফিজ আলী মাস্টার, মখলিছুর রহমান, মাওলানা আকতার হোসেন, আফজাল হোসেন, ফারুক আহমদ সরকুম, অতুল দাস, পরেশ চ দাস, শামীম আহমদ, শাহিনুর রাজা চৌধুরী, গৌছ উদ্দিন, মাফিজ আলী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।