• ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জয়বাংলা সম্পাদক মোস্তফা আল্লামা আর নেই

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১, ২০২০
জয়বাংলা সম্পাদক মোস্তফা আল্লামা আর নেই

 

বিবিএন নিউজঃ মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর থেকে প্রকাশিত সাপ্তাহিক জয়বাংলা পত্রিকার সম্পাদক ও ঢাকার ফকিরাপুলে সাবেক সিলেট বোর্ডিং এর স্বত্বাধিকারী মুক্তিযোদ্ধা মোস্তফা আল্লামা আর নেই। যুক্তরাষ্ট্রের মিশিগান শহরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

(إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎
মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন।)

মোস্তফা আল্লামা চিরকুমার ছিলেন। কয়েক বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। স্থানীয় সময় সোমবার বাদ এশা মসজিদুন নূরে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

মোস্তফা আল্লামার জন্ম ১৯৪৯ সালে। তার দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দেউল গ্রামে। তিনি ফটোগ্রাফার হিসেবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি ওসমানীর সঙ্গেও কাজ করেছেন।

এরশাদ সরকারের অধীনে ১৯৮৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তাঁর পৃষ্ঠপোষকতায় বিয়ানীবাজার পিএইচজি হাইস্কুল মাঠে মোস্তফা আল্লামা গোল্ডকাপ ফুটবল বেশ সাড়া জাগিয়েছিল।