• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ও মোবাইল ফেরত দিয়ে সততার পরিচয় দিলেন হতদরিদ্র কমর উদ্দিন

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১, ২০২০
ছাতকে রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ও মোবাইল ফেরত দিয়ে সততার পরিচয় দিলেন হতদরিদ্র কমর উদ্দিন

ছাতক প্রতিনিধি:  রাস্তায় পাওয়া টাকা ও মোবাইল ফেরত দিয়ে সততার পরিচয় দিলেন হতদরিদ্র কমর উদ্দিন।

ছাতক উপজেলার ঐতিহ্যবাহী উত্তর খুরমা ইউনিয়নের আমোর তল ও ছোট বিহাই গ্রামের মধ্যবর্তী ছাতক জাউয়া রাস্তায় জাই নামক স্হানে রাস্তায় পড়ে থাকা কাপড়ের ব্যাগ পান ছাতক উপজেলার ঐতিহ্যবাহী উত্তর খুরমা ইউনিয়নের ছোট বিহাই গ্রামের মৃত মজুমদার আলীর ছেলে হতদরিদ্র কমর উদ্দিন। ব্যাগের বিতরে নগদ ৫৫ হাজার টাকা ও একটি samsung galaxy মোবাইল পাওয়া যায় পরে ছাতক উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান  বিল্লাল আহমদ সাহেবের বড় ভাই  কামরুজ্জামান বাবুল ও ব্যবসায়ী কারী নিজাম উদ্দিন সহ স্হানীয় নেতৃবৃন্দ কে অবহিত করেন কমর উদ্দিন।  টাকা ও মোবাইল এর মালিক বল্লভ পুর গ্রামের যুবক আব্দুর রাজ্জাক ব্যাগ খোঁজে আসলে সঠিক প্রমান সহ টাকা ও মোবাইল উক্ত মালিকের নিকট হস্তান্তর করেন নেতৃবৃন্দ।

হতদরিদ্র কমর উদ্দিন কে সততার পরিচয় দিয়ে রাস্তায় পাওয়া টাকা ও মোবাইল মালিকের নিকট ফেরত দোওয়ার জন্য সবাই তাকে ধন্যবাদ জানান।