• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে নতুন চেয়ারম্যান’সহ ১৫৫জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০
বিশ্বনাথে নতুন চেয়ারম্যান’সহ ১৫৫জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানসহ ১৫৫জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। নির্বাচনের দিন অবরুদ্ধ করে পুলিশের উপর হামলা, নির্বাচনী সরঞ্জাম বহনকারি গাড়ি ভাংচুর ও সরকারি কাজে বাঁধা দেয়ার ঘটনায় শুক্রবার দিবাগত রাতে বিশ্বনাথ থানার এসআই নুর হোসেন বাদি হয়ে ওই মামলাটি দায়ের করেন। মামলা নং-২০। মামলার এজাহারে নব-নির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খানকে প্রধান আসামি করে ৩৫জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও ওই মামলায় আরও ১০০/১২০জনকে অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার দশঘর ইউনিয়ন নির্বাচনের পর দশঘর এনইউ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে সন্ধ্যায় ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম নিয়ে উপজেলা সদরে ফেরার সময় পুলিশের উপর হামলা করে আসামিরা। এসময় নির্বাচনী সরঞ্জাম বহণকারি একটি পিবআপ ট্রাক গাড়ির গøাস ভেঙ্গে যায়। পরে পুলিশ ৫ রাউন্ড সর্টগানের গুলি চালিয়ে হামলাকারিদের হাত থেকে রক্ষা পেয়ে উপজেলা সদরে পৌছে।

এব্যাপারে জানতে চাইলে নব-নির্বাচিত চেয়ারম্যান এমাদ খানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বিশ্বনাথ থানার ওসি শামিম মূসা মমলা দায়েরের সত্যতা স্বীকার কওে বলেন, আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।