পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার দশঘর ইউনিয়ন নির্বাচনের পর দশঘর এনইউ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে সন্ধ্যায় ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম নিয়ে উপজেলা সদরে ফেরার সময় পুলিশের উপর হামলা করে আসামিরা। এসময় নির্বাচনী সরঞ্জাম বহণকারি একটি পিবআপ ট্রাক গাড়ির গøাস ভেঙ্গে যায়। পরে পুলিশ ৫ রাউন্ড সর্টগানের গুলি চালিয়ে হামলাকারিদের হাত থেকে রক্ষা পেয়ে উপজেলা সদরে পৌছে।
এব্যাপারে জানতে চাইলে নব-নির্বাচিত চেয়ারম্যান এমাদ খানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বিশ্বনাথ থানার ওসি শামিম মূসা মমলা দায়েরের সত্যতা স্বীকার কওে বলেন, আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।